
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
সাতক্ষীরায় আ.লীগ সমর্থককে কুপিয়ে হত্যা
Home Page » সংবাদ শিরোনাম » সাতক্ষীরায় আ.লীগ সমর্থককে কুপিয়ে হত্যাবঙ্গ-নিউজ ডটকমঃ সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে|নিহত এজাহার আলী মোড়ল (৫০) এলাকায় আওয়ামী লীগ সমর্থক হিসাবে পরিচিত। জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সদর থানার ওসি এনামুল হকের ধারণা।
তিনি জানান, শনিবার রাত ১টার দিকে নিজের বাড়ির সামনে হামলার শিকার হন এজাহার। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে ওসি জানান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একখণ্ড জমি নিয়ে এজাহারের সঙ্গে তার এক প্রতিবেশীর বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক বার শালিসও হয়েছে।
এর জের ধরেই এজাহার আলীকে খুন করা হতে পারে বলে মনে করছেন এনামুল হক।
বাংলাদেশ সময়: ১২:৩৮:০৯ ৩৭৬ বার পঠিত