
রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
৩০ বছর পর আবার একই ছবিতে শ্রীদেবী
Home Page » বিনোদন » ৩০ বছর পর আবার একই ছবিতে শ্রীদেবীবঙ্গ-নিউজ ডটকমঃ ৩০ বছর পর বলিউডের এক সময়ের হিট ছবি ‘মিস্টার ইন্ডিয়া’র সিক্যুয়াল নির্মাণ হচ্ছে। আর এ ছবিতে আবার অভিনয় করছেন শ্রীদেবী। বলিউডে যেখানে ৩০ বছর বয়স পেরুলেই পরিচালকদের নায়িকাদের মেনে নিতে নাক সিঁটকানো শুরু হয় ।
সেখানে ৩০ বছর পর আবার মিস্টার ইন্ডিয়ার সিক্যুয়ালে অভিনয় করছেন স্বয়ং শ্রীদেবী। আর শ্রীদেবীর বিপরীতে থাকছেন মিস্টার ইন্ডিয়া অনিল কপুর।
শ্রীদেবী বলেন, “হ্যাঁ, আমি মিস্টার ইন্ডিয়া টু তে কাজ করব। তবে এখনই এই বিষয়ে বেশি কিছু বলা যাবে না। এখন ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। এখন আমি নো এন্ট্রির সিক্যোয়েল নিয়ে ব্যস্ত। এরপরই মিস্টার ইন্ডিয়ার কাজ শুরু করব। ইংলিশ ভিংলিশ-এর পর প্রচুর ছবির প্রস্তাব পাচ্ছি।’’
সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে শ্রীদেবীর পাশে দেখা গেছে তাঁর ১৬ বছরের মেয়ে জাহ্নবীকে। তবে তাঁর অভিনয়ে আসার ব্যাপারে এখনই সম্মতি নেই শ্রীদেবীর।
শ্রীদেবী জানালেন, “জাহ্নবী এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি চাই না ও অন্য কোনও দিকে মন দিক। পড়াশোনা শেষ হলেও নিজেই নিজের ক্যারিয়ার বেছে নিবে।
খোকন
বাংলাদেশ সময়: ১৩:৩৬:৫৬ ৪২৩ বার পঠিত