রবিবার, ৮ ডিসেম্বর ২০১৩
প্রধানমন্ত্রী সময় না দেয়াতে, পদত্যাগপত্র ডাকে পাঠানো হবে: রুহুল আমিন
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী সময় না দেয়াতে, পদত্যাগপত্র ডাকে পাঠানো হবে: রুহুল আমিন
বঙ্গ-নিউজ ডটকমঃ জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দিতে প্রধানমন্ত্রীর সময় না পাওয়ায় পদত্যাগপত্র ডাকযোগে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। রোববার দুপুরে রাজধানীর বারিধারায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাসার সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রুহুল আমিন হাওলাদার দাবি করেন, পদত্যাগপত্র জমা দেওয়ার উদ্দেশে আজ (রোববার) একাধিকবার তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাননি। তাই দলের মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগপত্র ডাকযোগে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:২২ ৪৯৪ বার পঠিত