
সোমবার, ৯ ডিসেম্বর ২০১৩
সিরাজগঞ্জে পুলিশের গুলিতে কিশোর নিহত
Home Page » সংবাদ শিরোনাম » সিরাজগঞ্জে পুলিশের গুলিতে কিশোর নিহতবঙ্গ-নিউজ ডটকমঃ সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বহুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল থেকে অবরোধকারীরা শহরের রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী বাজরে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। বেলা ১১টার দিকে পুলিশ এসে বাধা দিলে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি, টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এছাড়া অন্তত ১০ দশজন আহত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:২২:১০ ৪১৪ বার পঠিত