হাসিনাকে রেখে নির্বাচনের পথ খুঁজছে জাতিসংঘ

Home Page » জাতীয় » হাসিনাকে রেখে নির্বাচনের পথ খুঁজছে জাতিসংঘ
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩



52a419e43ef33-taranco.jpgবঙ্গ-নিউজ ডটকম: শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে রেখেই বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের একটি সূত্রে (ফর্মুলায়) বিএনপিকে রাজি করানোর চেষ্টা করছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিবিসি বাংলাকে এ কথা নিশ্চিত করেছে। আজ সোমবার এক খবরে এ কথা জানায় বিবিসি।
অস্কার ফার্নান্দেজ তারানকো গত শুক্রবার ঢাকায় আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর আজ আবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। তবে এই বৈঠকে ঠিক কী নিয়ে কথা হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

তবে খালেদা জিয়ার সঙ্গে এই বৈঠকের কয়েক ঘণ্টা আগে বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বিবিসি বাংলাকে জানান, জাতিসংঘ বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই রাজনৈতিক সংকটের সমাধান খোঁজার চেষ্টা করছে। এই ফর্মুলায় শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু নির্বাচনে যাতে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা যায়, সেজন্য জাতিসংঘ নানা রকম সহায়তার প্রস্তাব দিয়েছে। এর একটি হচ্ছে জাতিসংঘের একটি বড় পর্যবেক্ষক দলের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠান, যাতে করে নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা সরকারি প্রভাব খাটানোর চেষ্টা রোধ করা যায়। বিএনপির ওই সূত্রটি জানায়, জাতিসংঘের এই কথিত ফর্মুলা নিয়ে আলোচনায় অনাগ্রহ দেখায়নি দলটি।

উল্লেখ্য, এখনো পর্যন্ত বিএনপির আনুষ্ঠানিক এবং প্রকাশ্য অবস্থান হচ্ছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না।
জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো গত কয়েক দিনের মধ্যস্থতার সময় নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কি না, সে সম্ভাবনাটাই বেশি খতিয়ে দেখছিলেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন জাতিসংঘ দূতের এই প্রশ্নের উত্তরে জানিয়েছিল, কেবল বড় দুটি দলের মধ্যে সমঝোতা হলেই নির্বাচন পেছানোর কথা ভাবা যেতে পারে।

 

বাংলাদেশ সময়: ১:৪৬:৪৩   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ