
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩
সাঈদীর মামলার রাজসাক্ষীর মৃত্যু: দুর্বৃত্তদের হামলায়
Home Page » প্রথমপাতা » সাঈদীর মামলার রাজসাক্ষীর মৃত্যু: দুর্বৃত্তদের হামলায়বঙ্গ-নিউজ ডটকম: মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলায় রাজসাক্ষী মোস্তফা হালদার দুর্বৃত্তদের হামলায় মারা গেছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মোস্তফা হালদারের বাড়ি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায়। নিহতের স্ত্রীর জানান, গত ৭ ডিসেম্বর রাতে দুই যুবক জানালা ভেংগে ঘরে ঢুকে তার স্বামী মোস্তফা হালদারের মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় মোস্তফাকে। নিহতের পরিবারের অভিযোগ, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়ার কারণে তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১২:৫২:৩৯ ৩৭৬ বার পঠিত