মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

শিগগিরই সিদ্ধান্ত নেবে ইউক্রেন এবং রাশিয়া গ্যাসের দাম নির্ধারণের বিষয়ে

Home Page » প্রথমপাতা » শিগগিরই সিদ্ধান্ত নেবে ইউক্রেন এবং রাশিয়া গ্যাসের দাম নির্ধারণের বিষয়ে
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩



xfghndfn.jpgবঙ্গ-নিউজ ডটকম: গ্যাসের দাম নির্ধারণের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে ইউক্রেন এবং রাশিয়া।
সম্প্রতি দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর, এ তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
ঠিক সময়ে অর্থ পরিশোধ না করায়, ২০০৯ সাল থেকে কয়েকবার সাময়িকভাবে ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিলো রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম। তবে, ইউরোপীয়ান ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তির সম্ভাবনার কারণে বেলারুশ এবং কাজাখাস্তানের মতো ইউক্রেনও রাশিয়ার কাস্টমস ইউনিয়নের সদস্য হতে পারবে কিনা এ বিষয়ে কিছুটা শঙ্কিত দুই দেশ। অন্যদিকে, রাশিয়াকে বাদ দিয়ে ইইউ’র সাথে ইউক্রেনের বাণিজ্য চুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করে রাজধানী কিয়েভে বিক্ষোভ করছে ইউক্রেনিয়ানরা

বাংলাদেশ সময়: ১৩:১০:৩৬   ৪৫০ বার পঠিত