
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৩
দাফন সম্পন্ন কাদের মোল্লার
Home Page » প্রথমপাতা » দাফন সম্পন্ন কাদের মোল্লারবঙ্গ-নিউজ ডটকম: ৭১ এ গণহত্যা ও ধর্ষণের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর ফরিদপুরে কড়া নিরাপত্তায় মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
ফরিদপুরের সদরপুরের আমিরাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার দিনগত হয়ে শুক্রবার ভোর সোয়া তিনটার দিকে বিজিবি-র্যাব-পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার লাশবাহী গাড়িটি আমিরাবাদে পৌঁছায়। কাদের মোল্লার লাশ গ্রহণ করেন তার ছোট ভাই মঈন উদ্দিন মোল্লা। রাত ৩টা ৫৫ মিনিটে বাড়ির চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলা জামায়াতের আমিরসহ স্থানীয় নেতাকর্মীসহ কয়েকশ’ গ্রামবাসী অংশ নেন।
এর আগে, কাদের মোল্লার মরদেহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় তার গ্রামের বাড়ি ফরিদপুরে নেয়া হয়।
কাদের মোল্লার মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে রাজধানী ঢাকা থেকে নিরাপত্তা বাহিনীর ১৪টি গাড়ি রওয়ানা হয়। মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সামনে ও পেছনে পুলিশের আটটি, র্যাবের দুটিন এবং বিজিবি’র দুটি গাড়ি ছিলো।
এদিকে, কাদের মোল্লার লাশবাহী অ্যাম্বুলেন্স নেয়ার জন্য মাওয়া ঘাটে ‘কনকচাপা’ নামে একটি ফেরি প্রস্তুত রাখা হয়েছিল।
বাংলাদেশ সময়: ৯:৫৬:৫৯ ৩৮৯ বার পঠিত