
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩
বালুচরা ধর্মপল্লীতে প্রাক বড়দিন উদযাপন
Home Page » সারাদেশ » বালুচরা ধর্মপল্লীতে প্রাক বড়দিন উদযাপনতমাল সাহা।স্টাফ রিপোর্টার
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় খ্রীষ্ট ধর্মীয় সবচেয়ে বড় উৎসব শুভ ‘‘বড়দিন” উদযাপনের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এডিপি‘র আয়োজনে বালুচড়া ধর্মপল্লীতে ‘‘প্রাক বড়দিন” উৎসব পালন করা হয়েছে মঙ্গলবার।
প্রদীপ প্রজ্জলন ও ধর্মীয় সঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা ঘটে। এডিপিএম বেঞ্জামিন মারাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেভাঃ ফাদার অঞ্জন জাম্বিল, পাল পুরোহিত বালুচড়া ধর্মপল্লী, বিশেষ অতিথি ছিলেন মি. এডলফ মারাক প্রজেক্ট অফিসার শিক্ষা প্রকল্প, মি. বশির আহমেদ ব্যাবস্থাপক ফাইন্যান্স প্রকল্প, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মি. দীপক হাপাং, ফাদার বায়োলিট চাম্ভুগং, চার্চ নকরেক, ছবি ম্রং, মি. নিকেন মৃ প্রমুখ। এডিপি বিভিন্ন প্রকল্পের অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন, আঃ জলিল, নেলসন নকরেক, অঞ্জন সাংমা, বাবুল ম্রং, এনথনি গমেজ, পৌল মল্লিক। বক্তারা বলেন, নিজের আত্ম শুদ্ধির মাঝেই বড়দিনের সফলতা প্রকাশ পায়, তাই আমদের সকলেরই উচিত যিশুর আদর্শে নিজেকে আত্মশুদ্ধি করা। ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন নাজিরপুর এডিপি‘র সাংস্কৃতিক দল। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মি. বাবুল ম্রং ও তাপসী বেবী রুরাম।
বাংলাদেশ সময়: ২৩:২৫:৫৭ ৫০৩ বার পঠিত