
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩
২১ থেকে ২৪ ডিসেম্বর ফের অবরোধ
Home Page » প্রথমপাতা » ২১ থেকে ২৪ ডিসেম্বর ফের অবরোধবঙ্গ-নিউজ ডটকম : ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট।বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা দেন ।২১ টিকা দিবস উপলক্ষে অবরোধ কিছুটা শিথিল থাকবে।
তিনি বলেন, ‘চলমান সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখার বিকল্প খুঁজে পাচ্ছে না বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তাই ২৫ ডিসেম্বর বড় দিনকে বিবেচনায় রেখে আগামী ২১ ডিসেম্বর শনিবার ভোর ৬টা থেকে ২৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবারো সারাদশে শান্তিপূর্ণ অবরোধ পালন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৫০ ৩৭৪ বার পঠিত