শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩

টাঙ্গাইলে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Home Page » প্রথমপাতা » টাঙ্গাইলে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩



tangail.jpgবঙ্গনিউজ ডটকমঃ টাঙ্গাইল সদর উপজেলায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত রফিকুল ইসলাম ফারুক (৪৬) জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের আকুর-টাকুরে নিজের বাসা থেকে হাঁটতে বেরিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন ফারুক।

“বটতলা বাজারের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। দ্রুত সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ফারুক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার টাঙ্গাইলে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৫:২১:১৪   ৩৭৩ বার পঠিত