শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৩
ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেনের বগিতে আগুন লেগে নিহত ২৩
Home Page » প্রথমপাতা » ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেনের বগিতে আগুন লেগে নিহত ২৩
খোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেনের একটি বগিতে আগুন লেগে অন্তত ২৩ জন মারা গেছে। শুক্রবার রাত ৩টার দিকে অনন্তপুরা শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ‘নান্দেদ এক্সপ্রেস‘ নামের রেলটি ব্যাঙ্গালুর থেকে নান্দেদ যাওয়ার সময় অনন্তপুরায় বসে দ্বিতীয় বগিতে আগুন ছড়িয়ে পড়ে। বগিটিতে ৭২ জন যাত্রী ছিল। এদের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার খবরে লাফিয়ে পড়ে ৪০ জন যাত্রী বেঁচে গেলেও প্রাণ হারান অন্তত ২৩ জন। আর গুরুতর আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১১:৪২:৫২ ৩৮০ বার পঠিত