মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩
শুভ ইংরেজি নববর্ষ ২০১৪
Home Page » এক্সক্লুসিভ » শুভ ইংরেজি নববর্ষ ২০১৪
খোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ আর মাত্র ঘন্টা দুয়েক পরই আগমন ঘটবে একটি নতুন বছরের। ২০১৩ সালকে ইতিহাসের দিকে ঠেলে দিয়ে ২০১৪ সাল দখল করে নেবে ক্যালেন্ডারের পাতা। আনন্দ, প্রাপ্তি, দুঃখ আর হতাশা সবকিছু অতীত করে দিয়ে বিদায় নিয়ে নিচ্ছে ২০১৩ সাল। আশা করছি ২০১৪ সাল আমাদের জন্য নিয়ে আসবে নব নব প্রাপ্তি আর আনন্দ। দুঃখ আর হতাশা যেন আমাদের খুব বেশি আক্রান্ত করতে না পারে এই বছরটিতে সেটিই কামনা করছি নতুন বছরের আগমনের এই মহেন্দ্র ক্ষনে।
সবার জন্য ২০১৪ অর্থাৎ নতুন ইংরেজি বছরটি শুভ হোক, মঙ্গলময় হোক।
বাংলাদেশ সময়: ২২:২২:৫৮ ৪৬৩ বার পঠিত