বুধবার, ১ জানুয়ারী ২০১৪
আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে নির্বাচন কমিশন
Home Page » জাতীয় » আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে নির্বাচন কমিশন
তমালবঙ্গ-নিউজডটকমঃ নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে আগামীকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনসহ আরো চার কমিশনার ও নির্বাচন কমিশন সচিব।বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতেই আমরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছি।
জাতির উদ্দেশ্যে প্রধান রাজনৈতিক দলের প্রধানের ভাষণ সম্পর্কে সিইসি বলেন, কমিশনের আইন অনুযায়ী এ ভাষণ দেবেন।
এ সময় নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি।
বাংলাদেশ সময়: ১৮:১২:২৯ ৪৩৫ বার পঠিত