বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০১৪

‘ক্ষুদ্ব ময়েস ঘুরে দাড়াতে আত্মবিশ্বাসী’

Home Page » প্রথমপাতা » ‘ক্ষুদ্ব ময়েস ঘুরে দাড়াতে আত্মবিশ্বাসী’
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০১৪



20140156221356wmoyes.jpgখোকন:বঙ্গ-নিউজ ডটকমঃ ক্যারিয়ারের খুব বাজে সময় পার করছেন ম্যানচেষ্টার কোচ ডেভিড ময়েস ইংলিশ প্রমিয়ার লীগে তার দল ৩৪ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে সোয়ানসি সিটি কাছে হেরে এফ কাপ থেকেও ছিটকে পড়েছেন ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালেও সান্ডারল্যান্ডের কাছে ধরাশয়ী হয়েছেন একসময়ের ফার্গুসনের নেতৃত্বে থাকা দলটি হেরেছে টানা ৩টি ম্যাচ যা বিগত ১৩ বছরের মধ্যে এই প্রথম এমন অবস্থায় কিনা রেফারিদের দুষছেন ময়েস? তিনি বলেন তার দলের বিরুদ্ধে রেফারিদের দেয়া সিদ্ধান্তগুলো হাস্যকর ২২ জানুয়ারি ওল্ড টাফোর্ডে টটেনহামের বিপক্ষের ম্যাচে রেফারির দেওয়া প্যানাল্টির সমালোচনা করেন তিনি তিনি বলেন, ‘একজন সাইড রেফারি কিভাবে পেনাল্টি দেয় তার পক্ষে তো সোজাসুজি দেখা সম্ভব নয়রেফারিদের এসব সিদ্ধান্তগুলোকে নিন্দাজনক বলেও মনে করেন ময়েস তিনি বলেন এসব সিদ্ধান্ত তার দলের খেলোয়ারদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছে এতসব স্বত্ত্বেও বেশ আশাবাদী সাবেক এই এভারটন ম্যানেজার ওয়েম্বলীতে সামনের ক্যাপিট্যাল ওয়ান কাপের ম্যাচে ঘুরে দাড়াতে তার দল বেশ মরিয়া বলেও জানান তিনি তিনি বলেন, ‘আমি আসলে সেদিকেই তাকিয়ে আছি, আমার খেলোয়াররা খুবই আত্মবিশ্বাসী আশা করি আমরা ঘুরে দাড়াব সমর্থকদেরও ধন্যবাদ, এতসব স্বত্ত্বেও তারা আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেনআসলেই কি ঘুরে দাড়াবে তার দল, নাকি বাজে সময়ের বলি হয়ে এভারটনের মত অবস্থা হবে তার? সেটার দিকেই তাকিয়ে এখন বিশ্বের হাজারো ফুটবল সমর্থক

বাংলাদেশ সময়: ১১:৩৭:৪৩   ৩৯১ বার পঠিত