মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪

বাংলাদেশি ৪৪৪ শ্রমিক আটক মালয়েশিয়ায়

Home Page » জাতীয় » বাংলাদেশি ৪৪৪ শ্রমিক আটক মালয়েশিয়ায়
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪



images_22826.jpgতমালঃবঙ্গ-নিউজডটকমঃমালয়েশিয়ায় অবস্থানরত ৪৪৪ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার অবৈধ শ্রমিকদের গ্রেফতার অভিযানের প্রথম দিনেই এসব বাংলাদেশি আটক হলেন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কয়েক হাজার শ্রমিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের নাগরিকও রয়েছেন।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, মালয়েশিয়ায় প্রায় ৫ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তবে বেসরকারি হিসাবে সংখ্যাটা প্রায় ৭ লাখ। সম্প্রতি মালয়েশিয়া সরকার অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দেয়। সে সময় প্রথম পর্যায়ে ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশি এবং দ্বিতীয় পর্যায়ে ২ লাখ ৪ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধ হয়। তবে ২৫ হাজার শ্রমিক বৈধ হওয়ার সুযোগ নেননি। দ্বিতীয় মেয়াদে বৈধ হওয়ার সুযোগ শেষ হওয়ার পর থেকে পুনরায় আটক অভিযান শুরু করলো মালয়েশিয়া সরকার।

বাংলাদেশ সময়: ১২:৪৮:২৩   ৩৯৮ বার পঠিত