
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০১৪
দুই নেত্রীকে সংলাপের আহ্বান ব্রিটিশ হাই কমিশনারের
Home Page » জাতীয় » দুই নেত্রীকে সংলাপের আহ্বান ব্রিটিশ হাই কমিশনারের(এস এম সোহান) বঙ্গ-নিউজ ডটকমঃ যতো দ্রুত সম্ভব আলোচনায় বসার পদক্ষেপ নিতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন।
মঙ্গলবার সেতু ভবনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান। গিবসন বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া- দুজনেই সংলাপের পক্ষে কথা বলেছেন, যা ‘উৎসাহব্যাঞ্জক’।
বিএনপির বর্জনের মধ্যে ৫ জানুয়ারির ওই নির্বাচনে জয়ী হয়েই টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রসহ অন্য অনেক পশ্চিমা দেশের মতো যুক্তরাজ্যও দুই নেত্রীকে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের তাগিদ দিয়ে আসছে।
ব্রিটিশ হাই কমিশনার বলেন, নির্বাচনের পর দুই নেত্রীর বক্তব্যেই সংলাপের প্রসঙ্গ এসেছে।
বাংলাদেশের নির্বাচনের পর ব্রিটিশ পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সাইয়্যেদা হুসেইন ওয়ারসির বিবৃতি এবং সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ প্রসঙ্গে বিতর্কের শ্রুতিলিখন পড়ে দেখতে দুই নেত্রীর প্রতি আহ্বান জানিয়ে হাই কমিশনার বলেন, দুই জায়গাতেই মতপার্থক্য কমিয়ে এনে সংলাপ শুরুর জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আরো স্বচ্ছ একটি পদ্ধতি খুঁজে বের করতে এই সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে গিবসন বলেন, বিনিয়োগ টানার জন্য বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে যোগাযোগমন্ত্রীর পরিকল্পনা তিনি জানতে চেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:১৬:৩৭ ৪২৫ বার পঠিত