বুধবার, ২৯ জানুয়ারী ২০১৪
দেশ ছাড়ার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে সাতক্ষীরার হিন্দুদের
Home Page » প্রথমপাতা » দেশ ছাড়ার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে সাতক্ষীরার হিন্দুদের
বঙ্গ-নিউজ ডটকম: দেশ ছাড়ার হুমকি দিয়ে সাতক্ষীরার সবুজবাগ এলাকার বেশ কয়েকটি হিন্দু বাড়িতে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। এরপর থেকেই এলাকায় পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত এলাকার ২০ থেকে ২৫টি হিন্দু পরিবারে ডাকযোগে এ চিঠি পাঠানো হয়। তবে কে বা কারা এই এ চিঠি পাঠিয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি চিঠির প্রাপকরা। চিঠি পাওয়ার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারগুলো। এদিকে সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২:৪৫:৩৫ ৫৩৬ বার পঠিত