
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০১৪
চারশো কিলোমিটার পারি দিলো কিছু প্রতিবন্ধি
Home Page » এক্সক্লুসিভ » চারশো কিলোমিটার পারি দিলো কিছু প্রতিবন্ধি
বভঙ্গ-নিউজ ডটকমঃই যুবকের একটি পা নেই।
গঙ্গার বুকে নৌকা বেয়ে প্রায় চারশো কিলোমিটার অতিক্রম করে সোমবার কলকাতায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গের বারো জন যুবক।
এদের কারও একটা হাত বা পা নেই। কেউ মূক-বধির।
তবুও অনেকের কাছেই কানা-খোঁড়া শুনতে হয়।অন্যান্য স্বাভাবিক মানুষেরই মতো বা কোনও ক্ষেত্রে আরও বেশী কিছু করতে পারেন প্রতিবন্ধকতা নিয়েও, সেটা দেখিয়ে দিতেই এই অভিযানে নেমেছিলেন সবাই।
‘বিয়ন্ড বিলিফ’ নামের এই অভিযানে চারটি দেশী নৌকা বেয়ে পাঁচ দিনে এই পথ পেরোলেন তিনজন মূক ও বধির আর বাকিদের কারও একটা হাত নেই, কারও বা একটা পা।
একদিকে যেমন তথাকথিত স্বাভাবিক মানুষদের সচেতন করে তোলা, তেমনই সরকারী বা বেসরকারি চাকরীও যদি যোগাড় করে দেওয়া যায় এঁদের, সেই চেষ্টাও চালাচ্ছে বিয়ন্ড বিলিফ অভিযান।
বাংলাদেশ সময়: ১৫:২২:০২ ৪২৬ বার পঠিত