বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০১৪
মিরারহাট বাজারে আগুন
Home Page » প্রথমপাতা » মিরারহাট বাজারে আগুন
বঙ্গ-নিউজ ডটকমঃবরগুনা সদর উপজেলার মিরারহাট বাজারে আগুন লেগে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি চায়ের দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর মূহুর্তেই তা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ২০:২৮:২৪ ৬১১ বার পঠিত