বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৪
রাজধানীতেজামায়াতের হরতাল,তেমন সারা নেই
Home Page » জাতীয় » রাজধানীতেজামায়াতের হরতাল,তেমন সারা নেই
বঙ্গনিউজ ডট কমঃজামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে বৃহস্পতিবার ভোর ৬টায়।রাজধানীতে এ হরতালের কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিকভাবেই চলাচল করছে যানবাহন। দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেয়ায় গত সোমবার হরতাল ঘোষণা করে জামায়াতে ইসলামী। তবে বিশ্ব এজতেমা ও হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার জন্য ঘোষিত কর্মসূচি দু’দিন পিছিয়ে বৃহস্পতিবার পালন করার সিদ্ধান্ত নেয় দলটি।
এই হরতালের প্রচারণায় ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে দলটি। এই বিজ্ঞাপনে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হরতাল ডেকেছেন বলে জানানো হয়।
তবে হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রীদের গঙ্গাস্নানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ১০:৫৫:১৮ ৫৬৯ বার পঠিত