বিজয় অম্লান-গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » বিজয় অম্লান-গুলশান আরা রুবী
বুধবার ● ১৫ ডিসেম্বর ২০২১


গুলশান আরা রুবীসুখের হাসি আনলো যারা ছিন্ন করে ত্রাস-

মুক্ত হাওয়ায় প্রাণ খুলে গাও…

শিমুল-পলাশে রক্তরাঙা টগবগে লাল

দ্বীপ্ত বিজয়মাস।

বাংলাদেশের আকাশ রাঙে লালে-নীলে;

বাতাস মাতে সুরের তানে…

প্রভাত আলোয় পাখপাখির গান।

শিশির স্নানত ফুলে ফুলে

রঙিন প্রজাপতির নাচ!

প্রকৃতি আজ জানান দিচ্ছে বিজয় অম্লান।

পদ্মা মেঘনায় আলোর নাচন-

ঝিলিমিলি ঢেউ!

ওপারেতে বাঁশির সুরে…

পাগল নতুন বৌ!

বিজয় মানেই স্রোতসিনীর জলে-

দুরন্ত সাঁতার-তীরে পৌঁছানোর তৃপ্তির হাসি।

উদাসী দক্ষিণা সমিরণে-

হিল্লোল সবুজ পাতার ফাঁকে

বিজয়ের আলোর মহোৎসব।

আমার কাছে বিজয় মানেই

মাঝির ভাটিয়ালী সুরে গান,

হাতের বৈঠা;

ইচ্ছেমতো সোনালী স্বপ্নে আনন্দে মেতে উঠা।

বাংলাদেশ সময়: ১০:৪০:৫১ ● ৮২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ