এ এক অন্যরকম পাটুরিয়া

Home Page » জাতীয় » এ এক অন্যরকম পাটুরিয়া
সোমবার ● ২ মে ২০২২


অন্যরকম  পাটুরিয়া ফেরিঘাট

বঙ্গনিউজঃ  জমজমাট ফেরিঘাট এখন ভাঙা হাট। পাটুরিয়া ঘাটে যানবাহনে চাপ নেই। নেই যাত্রীর ভিড়। সকাল থেকে হাতেগোনা কয়েকটি যানবাহন এলেও প্রায় সঙ্গে সঙ্গেই পেয়ে গেছে পারাপারের ফেরি। যাত্রীরাও পেয়ে গেছে লঞ্চ।

বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে, গতরাত থেকে যানবাহন, যাত্রীদের চাপ কমতে থাকে। দীর্ঘ ছুটিতে আগে ভাগেই মানুষজন রওনা দেওয়ায় শেষ মুহূর্তে চাপ প্রায় নেই। সেই সঙ্গে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ থাকায় অতীতের মতো এবার ছিল অনেকটা ঝামেলামুক্তি। ট্রাক পারাপার বন্ধ রাখয়ও অনেকটা ঝামেলা কমেছে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক প্রশস্ত হওয়ায় এবং ট্রাফিক ব্যবস্থায় কড়াকড়ি থাকায় ফেরিঘাটে যানজট হয়নি।

বাংলাদেশ সময়: ১৭:০০:০৩ ● ৬৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ