মজুতদারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Home Page » জাতীয় » মজুতদারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সোমবার ● ৩০ মে ২০২২


ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা        বঙ্গ-নিউজ: বাজারে সব পণ্যের দাম আকাশছোঁয়া। এমনকি ভরা মৌসুমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। গত এক মাসের ব্যবধানে প্রতিকেজি চালের দাম বেড়েছে ১০-১৫ টাকা। এই পরিস্থিতিতে চাল কিনতে গিয়ে খেটে খাওয়া সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে, তখন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উঠে চালের ঊর্ধ্বমূল্যের কথা। এ প্রসঙ্গে মার্কেট মেকানিজম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মজুতদাররা চাল কিনে স্টক করার মাধ্যমে দাম বাড়িয়ে দিচ্ছেন বলে মত দেন অনেকে। তখন প্রধানমন্ত্রী মজুতদারদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, মন্ত্রীদের অনেকের মতামতের পাশাপাশি গোয়েন্দা সংস্থার রিপোর্টেও চাল স্টক করার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার বিষয়টি উঠে এসেছে। দেশের কোথায় কে এই কাজটি কাজটি করছে, তার কিছু তথ্যও এসেছে সরকারের হাতে। এ অবস্থায় দ্রুত অ্যাকশনে যেতে বলেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০:০০:৫৮ ● ৪৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ