মধ্যনগরে বিদ্যুতস্পৃষ্টে  কিশোরের মৃত্যু      
      
      Home Page       »
      সারাদেশ      »
      মধ্যনগরে বিদ্যুতস্পৃষ্টে  কিশোরের মৃত্যু
      
    
    
    
    
    
    
    
    
স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের শামরুল (১৪) নামের এক কিশোর বিদ্যুতস্পৃষ্টে মারা গেছে।সে ওই গ্রামের জিন্নত আলীর ছেলে।
সোমবার বিকাল ৫ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর থেকে নৌকা যোগে সাতুর নতুন বাজারে যাওয়ার সময় দাতিয়াপাড়া গ্রামের রঙ্গু মিয়ার পুকুরে থাকা বিদ্যুতের তারে ছিদ্র থাকায় সেখানে শামরুলের শরীরে বিদ্যুতস্পৃষ্ট হয়।পরে ওই কিশোরকে উদ্ধার করে পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এই তথ্য নিশ্চিত করেছেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের  ইউপি সদস্য ফরিদ মিয়া।
    
    বাংলাদেশ সময়: ২২:১০:০০ ●
      ৬৩৪ বার পঠিত    
        
    
    
    
    
        
    
    (মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)