প্রতিবারের মত লঞ্চে মোটরবাইক বহন নিষিদ্ধ

Home Page » জাতীয় » প্রতিবারের মত লঞ্চে মোটরবাইক বহন নিষিদ্ধ
বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২


লঞ্চে মটরবাইক বহন নিষিদ্ধ

বঙ্গ-নিউজ: ঈদকে সামনে রেখে দিনকয়েক আগে এক জেলায় রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবার লঞ্চে মোটরসাইকেল বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আসন্ন ঈদুল আজহার আগের পাঁচদিন এবং পরের পাঁচদিন সারাদেশে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এই তথ্য জানান নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। প্রতিবছরই ঈদের সময় মোটরসাইকেলের ব্যাপারে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর আগে সারাদেশে মোটরসাইকেল চলাচলে কঠোর নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগে-পরের ৭ দিন এক জেলায় রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ২০:৩৬:১৭ ● ২৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ