অধ্যক্ষ ড.গোলসান আরা বেগমের কবিতা ‘ বিগত অতীতে ‘

Home Page » সাহিত্য » অধ্যক্ষ ড.গোলসান আরা বেগমের কবিতা ‘ বিগত অতীতে ‘
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২


বিগত অতীতে

জানতাম যদি ঠিকানা
ভাসিয়ে জলের সাম্পান
দেখে আসতাম কোথায় বাঁধিয়াছ ঘর
হারানো দিনগুলো কেমন আছে এখন।

বয়স বাড়ার সাথে সাথে
মৃত্যুর আশঙ্কায় জীবন এখন অর্থহীন
চোখের আঙ্গুল ছোঁয়ে গড়ায়
দৃশ্যের পর স্মৃতির দৃশ্যাবলী
হৃদপিন্ড করে দরফর।

তোমার ওখানে কি কি ফুল ফুটে
মাতাল শিশির মুক্তাদানা ছড়ায় কি
ঘুঘুর ডাকে তোমার প্রেমিক হৃদয়
কাঁদে কি। দূরের পথ চেয়ে।

যতই হউক বুকে আগুনের চাষ
তোমার ঘরের বারান্দায় ঘূর্ণায়মান
আমার পৃথিবীটা কি আজো ঝুলে
যাওনি তো ভূলে অবচেতন বেখেয়ালে।

জানি দেখা তো হবেই না
ঐ দিনের ফুলগুলো হাত ছোঁয়ে ঠোঁটে
মনে পড়ে গড়িয়েছিলো কত দ্রুত গতিতে
সেই তোমার আমার বিগত অতীতে।

অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম

বাংলাদেশ সময়: ৯:৪৫:০৫ ● ৪৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ