হাসান কল্লোলের কবিতা ‘আমি না থাকা’

Home Page » সাহিত্য » হাসান কল্লোলের কবিতা ‘আমি না থাকা’
রবিবার, ৯ অক্টোবর ২০২২



আমি না থাকা
আমি মেলায় হারিয়ে যাওয়া কোন স্মৃতি নই,
বিসর্জনের প্রবল স্রোতে অনন্তে চলে যাওয়া দেবীর , মাটির কারিগর ছিলাম না কখনো!
হেমন্তের উঠানে তুমি আমায় সামলে রাখা
বিকেল বলেই হয়তো থেকে গেছি কিছু শরৎ!
নচেৎ কবে যেতাম চলে এস্কিমোদের বাড়ী
ঐ বাড়ীগুলো ঠিক তোমাদের মত মানুষের
ঘর নয়!
ওখানে পেংগুইনের সাথে আমাদের ছোট দোয়েল দিব্যি খেলা করে!
বরফের ঠান্ডা জলে কুচিকুচি হয়ে ভালোবাসা ভাসে আধাজমাট সাগরের নৌকার মত ,
ঐখানে শীতল রাত কি পরদিনের ষড়যন্ত্রে মাতে তোমাদের আবছায়ে ?
অন্য পাখীর বাসায় নিজের ডিমে তা দেয় কী কিছু চতুর কাকেরা!
আমি বাপু এইসব অপাঠ্য গনিতের অস্বচ্ছ ক্লাশ ছেড়েছি কবে:
অনুবাদ করিয়ে নিয়েছি আমি নিজের জীবন
আর ফিরবো না জেনে টানিয়ে রাখতে পারো
আমার হাস্যজ্বল ছবি,
নাও পারো!
আমি না থাকা- তোমদের পৃথিবীর তাতে কিসসু যাবে-আসবেনা, আমি জেনে গেছি!!


হাসান কল্লোল
( মোঃ হাসানুজ্জামান কল্লোল )

সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়

হাসান কল্লোল

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০৯   ৪১৩ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


কাজী হেমায়েত হোসেনের কবিতা “মায়ার বাঁধন ”
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৬০:-স্বপন চক্রবর্তী
রঙে ভরা আমার ব্যাংকিং জীবন: লোন মিললেও ছুটি মিলল না–২:-জালাল উদ্দীন মাহমুদ
রঙে ভরা আমার ব্যাংকিং জীবন–লোন মিললেও ছুটি মিলল না-১ : জালাল উদ্দীন মাহমুদ
এই সেই মেধা - অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম
রবীন্দ্র-জয়ন্তি:শুরু হলো যেভাবে:- শেষ পর্ব: স্বপন চক্রবর্তী
৭১ এ নির্যাতিত নারীরা পায় বীরাঙ্গনা খ্যাতি ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি - অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
ঘুড়ি- হাসান মিয়া
নারী- স্মৃতি রানী দে
রবীন্দ্র-জয়ন্তি:-শুরু হলো যেভাবে: পর্ব-২: স্বপন চক্রবর্তী


Bongo News News Archive

আর্কাইভ