মধ্যনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Home Page » সারাদেশ » মধ্যনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
বুধবার ● ১৪ ডিসেম্বর ২০২২


---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ::সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রশাসনের উদ্যোগে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ, পরে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে মধ্যনগর বিপি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সভাপতিত্বে ও শিক্ষক শামীউল কিবরিয়া তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক,বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার,মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী,উপজেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৩১:৩০ ● ৩১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ