মধ্যনগরে ওসির হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

Home Page » সারাদেশ » মধ্যনগরে ওসির হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০২২


মধ্যনগরে ওসির   হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধমধ্যনগর অফিস :সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সুলেমানপুর গ্রামে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা (১৪) বছর বয়সী এক কিশোরী ।

বুধবার  (১৪ ডিসেম্বর)উপজেলার চামরদানী   ইউনিয়নের সুলেমানপুর  গ্রামে এই ঘটনা ঘটে ।


মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, আমি স্থানীয় লোকজনের কাছ থেকে  জানতে পারি অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর  বিয়ের আয়োজন করা হয়েছে।স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই  কিশোরীর   জন্ম নিবন্ধন যাচাই করলে অপ্রাপ্তবয়স্ক জানা যায়।পরে ওই কিশোরীর বাবা অপ্রাপ্ত বয়সে  বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দেন।

যার ফলে বিয়ে থেকে রক্ষা পায় সে।

বাংলাদেশ সময়: ১০:৩৬:৩৮ ● ৪২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ