জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে জনতার ঢল

Home Page » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে জনতার ঢল
শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০২২


স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে  জনতার ঢল

বঙ্গনিউজঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় মহান বিজয় দিবসে ফুল হাতে শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহর থেকেই এ ঢল নামতে শুরু করে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ফুল হাতে শহীদদের জন্য তৈরি বেদিতে শ্রদ্ধা জানাতে যান হাজারো মানুষ। আনন্দ উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্মৃতিসৌধ এলাকা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শিশু-ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারে। শ্রদ্ধা জানাতে এসেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। তাদের অনেকের হাতে শোভা পাচ্ছে লাল-সবুজের পতাকা। পোশাকে লাল-সবুজের বাহারি উপস্থিতি, কণ্ঠে দেশের গান।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। সাড়ে ছয়টার পর রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তাদের চলে যাওয়ার পর স্মৃতিসৌধ এলাকা সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। এরপর ফুল হাতে জনতার ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদের স্মৃতির মিনার।

বাংলাদেশ সময়: ১৩:০৯:৫৩ ● ৩২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ