বিচার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা :প্রধান বিচারপতি

Home Page » জাতীয় » বিচার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা :প্রধান বিচারপতি
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩


ফাইল ছবি- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বঙ্গ-নিউজ:  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতিগ্রস্ত বিচারক ক্যানসারের মতো। কেউ বিচার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না।

আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।

এ সময় প্রধান বিচারপতি বলেন, নিজেদের স্বার্থে, বিচারপ্রার্থীদের স্বার্থে আদালতের সম্মান রাখতে হবে। আদালতের সম্মান রক্ষার প্রাথমিক দায়িত্ব আইনজীবীদের। এরপর বিচারক ও সাধারণ মানুষের। তাই আদালতের সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।

তিনি আরও বলেন, এখন আইনজীবীরা কথায় কথায় আদালত বর্জন করেন, সাথে সাথে অনেকে বিচারককে ব্যক্তিগত আক্রমণও করেন। এমন ঘটনা বারবার ঘটলে আদালতের প্রতি মানুষের আস্থা কমে যাবে। আইনজীবীরা আছেন বলেই পৃথিবীতে এখনো শৃঙ্খলা ও ন্যায্যতা আছে। তাই আদালতের সম্মানহানী হয় এমন কোনো কাজ করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জবদুল হক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীরসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০:০৭:৫৫ ● ১৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ