জিয়াউর রহমান আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল:শেখ হাসিনা

Home Page » জাতীয় » জিয়াউর রহমান আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল:শেখ হাসিনা
রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩



 রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ:  আওয়ামী লীগ পালানোর সুযোগ পাবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনও পালায় না, পালায় আপনাদের নেতারা। জিয়াউর রহমান আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল। আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম।

আজ  বিকালে রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আজকে আমি জানি, বিরোধী দল অনেক কথাই বলে। তারা আমাদেরকে আবার নোটিশ দেয়। আবার বলে- আমরা নাকি পালানোর পথ পাব না। আমি এই বিএনপি-জামায়াত জোট যারা করেছে, তাদের জিজ্ঞেস করি- পালায় কে? আওয়ামী লীগ কখনও পালায় না। পিছু হটে না।’

সরকার প্রধান বলেন, ‘এমনকি আমাকে দেশে ফিরতে জিয়াউর রহমান বাধা দিয়েছিল। আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৭ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তখনও আমি বিদেশে গিয়েছিলাম, আমার ছেলের বউ অসুস্থ ছিল। তার বাচ্চা হয়েছিল, অপারেশন হয়েছিল, তাকে দেখতে। আমাকে দেশে ফিরতে দেবে না। আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম। আমার বিরুদ্ধে মার্ডারের মামলা দেওয়া হয়েছিল। আমি বলেছি, আমি যাব। এই মামলা আমি মোকাবিলা করব। আমি দেশে ফিরে এসেছি। শুধুমাত্র বাংলার মানুষের কথা চিন্তা করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ, আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ পালায় না। পালায় আপনাদের নেতারাই।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেতা কে? বিএনপি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। কাকে নিয়ে? দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। যে নাকি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়েছিল, আর কোনো দিন রাজনীতি করবে না বলে দেশ থেকে ভেগে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, সে কথা কি বিএনপি নেতাদের মনে নাই?’

প্রধানমন্ত্রী বলেন, ‘সাজাপ্রাপ্ত খালেদা, তারেক যে টাকা পাচার করেছিল মানিলন্ডারিং করে। তাদের পাচার করা টাকা ৪০ কোটি টাকা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। এর জবাব কি তারেক দিতে পারবে? আওয়ামী লীগ কখনও পালায় না। আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে।’

এর আগে প্রায় এক হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে রাজশাহীতে ২৬টি প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। একই সঙ্গে ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০:৪৮:২৪   ৪৯৯ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


৭১ এ নির্যাতিত নারীরা পায় বীরাঙ্গনা খ্যাতি ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি -অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
রমজানে মাসেও মাঠে থাকার পরিকল্পনা বিএনপির
হাওয়ার দাপটে উড়ল ছাদ, ভাঙল গাড়ির কাচ! ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর দাপট
তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হলো মাহে রমজান
মাত্র ১০১ রানেই অলআউট আয়াল্যান্ড
নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড
রহমত ও বরকতের পয়গাম নিয়ে এলো রমজান
হজের খরচ কমল, বাড়ানো হলো নিবন্ধনের সময়
ফ্যামিলি কার্ডে মিলছে টিসিবির পণ্য, আছে ক্রেতাদের অভিযোগও
শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে নিহত ৯, আহত ১৬০


Bongo News News Archive

আর্কাইভ