পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ৯ পুলিশ নিহত

Home Page » জাতীয় » পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ৯ পুলিশ নিহত
সোমবার ● ৬ মার্চ ২০২৩


পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা,

বঙ্গ-নিউজ: পাকিস্তানে বোমা হামলায় পুলিশের ৯ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। আজ বেলুচিস্তানের বোলানের কামব্রি ব্রিজ এলাকায় এই হামলা হয়। খবর জিও নিউজ।

বেলুচিস্তানের কাচি জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা (এসএসপি) মাহমুদ নোতেজাই জানান, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটা আত্মঘাতী বোমা হামলা। তবে বিস্ফোরণের সঠিক কারণ তদন্তের পরে জানা যাবে। এসএসপি মাহমুদ বলেন, একটি মোটরসাইকেলে এসে এ বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ৯ পুলিশ নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পৌঁছেছে। এছাড়া বিস্ফোরণের পর এলাকায় তল্লাশি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:০২:০৭ ● ৪০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ