সৌদি আরব তুরস্ককে ৫০০ কোটি ডলার দিয়েছে

Home Page » জাতীয় » সৌদি আরব তুরস্ককে ৫০০ কোটি ডলার দিয়েছে
সোমবার, ৬ মার্চ ২০২৩



সৌদি উন্নয়ন তহবিলের চেয়ারম্যান আহমেদ আকীল আল-খতিব ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভিসোগলু

বঙ্গ-নিউজ: তুরস্ককে ৫০০ কোটি ডলার দিয়েছে সৌদি আরব। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে আজ এ অর্থ জমা দেওয়া হয়েছে। বিষয়টিকে তুরস্ক ও তুর্কি জনগণের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক বন্ধনের প্রমাণ বলে অভিহিত করেছে সৌদি আরব।

সৌদি উন্নয়ন তহবিলের চেয়ারম্যান আহমেদ আকীল আল-খতিব ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভিসোগলু

আজ বিকেলে এক বার্তায় সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের পক্ষে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার জমা দেওয়া হয়েছে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা অনুযায়ী সৌদি পর্যটনমন্ত্রী ও সৌদি উন্নয়ন তহবিলের (এসএফডি) পর্ষদ চেয়ারম্যান আহমেদ আকীল আল-খতিব তুর্কি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভিসোগলুর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছেন।

সৌদি সরকারের পক্ষে এ অর্থ জমাদান সৌদি আরবের সঙ্গে তুরস্ক ও ভ্রাতৃপ্রতীম তুর্কি জনগণের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং ঐতিহাসিক বন্ধনের প্রমাণ বলে বার্তায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে এপি’র খবরে বলা হয়েছে, সৌদি আরবের এ অর্থ দেওয়া থেকে প্রমাণ হয় বেশ কয়েক বছরের টানাপড়েনের পর তুরস্কের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় সম্পর্কে কতটা উন্নতি হয়েছে। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগীকে হত্যার পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। এর আগে কাতারের বিরুদ্ধে সৌদি আরব, বাহরাইন, মিশর ও আরব আমিরাতের অবরোধের সময়ও তুরস্ক কাতারের পক্ষে দাঁড়িয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের দেওয়া অর্থ তুরস্ক কিভাবে ব্যয় করবে এবং সৌদি সরকার এ অর্থ কখনো ফেরত নেবে কিনা এসপিএ সে বিষয়ে কিছু বলেনি। তবে এ ৫০০ কোটি ডলার নিঃসন্দেহে তুর্কি মুদ্রা লিরার অবমূল্যায়ন ঠেকাতে সহায়ক হবে এবং ভূমিকম্পে বিপর্যস্ত তুর্কি অর্থনীতিকেও সমর্থন দেবে। পাশাপাশি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অবস্থানকেও আরও মজবুত করবে।

সৌদি আরবের এ পদক্ষেপের প্রশংসা করে তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি বলেছে, এর মাধ্যমে তুর্কি জনগণের প্রতি সৌদি আরবের দৃঢ় সমর্থন এবং তুর্কি অর্থনীতির ওপর রিয়াদের আস্থার প্রতিফলন ঘটেছে।

বাংলাদেশ সময়: ২১:১৬:২৬   ৬৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


৭১ এ নির্যাতিত নারীরা পায় বীরাঙ্গনা খ্যাতি ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি -অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
রমজানে মাসেও মাঠে থাকার পরিকল্পনা বিএনপির
হাওয়ার দাপটে উড়ল ছাদ, ভাঙল গাড়ির কাচ! ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর দাপট
তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হলো মাহে রমজান
মাত্র ১০১ রানেই অলআউট আয়াল্যান্ড
নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড
রহমত ও বরকতের পয়গাম নিয়ে এলো রমজান
হজের খরচ কমল, বাড়ানো হলো নিবন্ধনের সময়
ফ্যামিলি কার্ডে মিলছে টিসিবির পণ্য, আছে ক্রেতাদের অভিযোগও
শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে নিহত ৯, আহত ১৬০


Bongo News News Archive

আর্কাইভ