দুই সন্তানকে আপাতত বিদেশে নিতে পারবেন না মা নাকানো এরিকো

Home Page » জাতীয় » দুই সন্তানকে আপাতত বিদেশে নিতে পারবেন না মা নাকানো এরিকো
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



          নাকানো লায়লা লিনা ও নাকানো জেসমিন মালিকা মা-বাবার সাথে

বঙ্গ-নিউজ: দুই সন্তান নাকানো লায়লা লিনা ও নাকানো জেসমিন মালিকাকে আপাতত বিদেশে নিয়ে যেতে পারবেন না জাপানি মা নাকানো এরিকো। এ সময়ের মধ্যে তারা যে যেভাবে থাকছেন সেভাবেই থাকবেন বলে আদেশ দিয়েছেন আদালত।
আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আপিল বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে করা আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।

এ সময় আপিল বিভাগ বলেন, সব সময় সব কিছুর সমাধান আদালতে হয় না। এই দুই শিশুর অভিভাবকই ডেসপারেট। বিষয়টা নিয়ে উল্টো আমরা বিপদে আছি।

এর আগে, গত ২৯ জানুয়ারি দুই শিশুকে জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় রাখার নির্দেশ দেন আদালত।

২০০৮ সালে বিয়ে করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফ। কিন্তু দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ২০২১ সালে ইমরান বড় দুই মেয়ে জেসমিন মালিকা (১২) ও নাকানো লায়লাকে (১১) নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

মেয়েদের জিম্মা পেতে ২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশে আসেন শিশুদের মা। এরপর শুরু হয় বাবা ও মায়ের আইনি লড়াই।

বাংলাদেশ সময়: ২০:২৭:০০   ৫৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


৭১ এ নির্যাতিত নারীরা পায় বীরাঙ্গনা খ্যাতি ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি -অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
রমজানে মাসেও মাঠে থাকার পরিকল্পনা বিএনপির
হাওয়ার দাপটে উড়ল ছাদ, ভাঙল গাড়ির কাচ! ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর দাপট
তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হলো মাহে রমজান
মাত্র ১০১ রানেই অলআউট আয়াল্যান্ড
নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড
রহমত ও বরকতের পয়গাম নিয়ে এলো রমজান
হজের খরচ কমল, বাড়ানো হলো নিবন্ধনের সময়
ফ্যামিলি কার্ডে মিলছে টিসিবির পণ্য, আছে ক্রেতাদের অভিযোগও
শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে নিহত ৯, আহত ১৬০


Bongo News News Archive

আর্কাইভ