স্বাধীনতা পুরস্কার-২০২৩; ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে

Home Page » জাতীয় » স্বাধীনতা পুরস্কার-২০২৩; ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে
শুক্রবার, ১০ মার্চ ২০২৩



স্বাধীনতা পুরস্কার-২০২৩;

বঙ্গ-নিউজ:‘  স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার। এ তালিকায় রয়েছে একটি প্রতিষ্ঠানও। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে চারজন ও ‘গবেষণা ও প্রশিক্ষণ’-এ দুজন, ‘সাহিত্যে’ একজন, ‘সংস্কৃতি’-তে একজন, ‘ক্রীড়া’য় একজনসহ মোট ৯ জন স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া ‘সমাজসেবা’য় একটি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পদক পাচ্ছেন।

পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী। এছাড়া ‘সাহিত্য’ ক্যাটাগরিতে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) এবং ‘সংস্কৃতি’ ক্যাটাগরিতে পবিত্র মোহন দে এবং ‘ক্রীড়া’য় এএসএম রকিবুল হাসান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে ‘সমাজসেবা ও জনসেবা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। এই সম্মানতা ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৫৫   ৭৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


৭১ এ নির্যাতিত নারীরা পায় বীরাঙ্গনা খ্যাতি ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি -অধ্যক্ষ ড.গোলসান আরা বেগম
রমজানে মাসেও মাঠে থাকার পরিকল্পনা বিএনপির
হাওয়ার দাপটে উড়ল ছাদ, ভাঙল গাড়ির কাচ! ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর দাপট
তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হলো মাহে রমজান
মাত্র ১০১ রানেই অলআউট আয়াল্যান্ড
নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জেরে রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড
রহমত ও বরকতের পয়গাম নিয়ে এলো রমজান
হজের খরচ কমল, বাড়ানো হলো নিবন্ধনের সময়
ফ্যামিলি কার্ডে মিলছে টিসিবির পণ্য, আছে ক্রেতাদের অভিযোগও
শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে নিহত ৯, আহত ১৬০


Bongo News News Archive

আর্কাইভ