চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা; জানতে চেয়েছেন হাইকোর্ট

Home Page » জাতীয় » চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা; জানতে চেয়েছেন হাইকোর্ট
সোমবার ● ২২ মে ২০২৩


রাজশাহীতে বক্তৃতা দিচ্ছেন আবু সাঈদ চাঁদ

বঙ্গ-নিউজ:প্রধানমন্ত্রীকে হত্যার প্রতিবাদে আজ সারা দেশে আওয়্মী লীগ বিক্ষোভ করেছে। গতকাল  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলার আসামি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আজ সকালে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। এ সময় রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন হাইকোর্টকে বলেন, তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়েছে। তবে এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে আজ সকালে হাইকোর্টে বিষয়টি উত্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। এ সময় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন আদালত।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির এক সভায় বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আমরা আর ২৭ দফা, ১০ দফার মধ্যে নাই। আমাদের এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করব।

বাংলাদেশ সময়: ২০:২৩:১০ ● ২৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ