বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত

Home Page » জাতীয় » বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত
শনিবার ● ২৪ জুন ২০২৩


প্রতীকী ছবি-বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হয়েছে

বঙ্গ-নিউজ: ঝড়ের শঙ্কায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হয়েছে। এর কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৪ ● ১৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ