শেখ হাসিনার জন্য উপহার এলো হাজার কেজি আনারস

Home Page » জাতীয় » শেখ হাসিনার জন্য উপহার এলো হাজার কেজি আনারস
রবিবার ● ৯ জুলাই ২০২৩


সংগৃহীত ছবি- ত্রিপুরা থেকে শেখ হাসিনার জন্য আসা আনারস

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রায় এক হাজার কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। গতকাল বিকেলে উপহারের এসব আনারস বাংলাদেশে এসে পৌঁছায়।

১০০টি কার্টনে করে মোট ৭০০ পিস ‘কিউ’ জাতের আনারাস পাঠান মানিক সাহা। এসব আনারসের মোট ওজন ৯৮০ কেজি।

মানিক সাহার পক্ষে ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফনিভূষন জমাতীয়া বাংলাদেশের চট্টগ্রামে ভারতের উপ-হাইকমিশনের প্রতিনিধি এএসও নবুল সোনোয়ালের কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।

ফনিভূষন জমাতীয়া বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশ সময়: ২০:২৫:১১ ● ২৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ