সুনাদ তবলা একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী তবলা প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

Home Page » প্রথমপাতা » সুনাদ তবলা একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী তবলা প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
রবিবার ● ৯ জুলাই ২০২৩


 ---

ডেস্ক রিপোর্ট, বঙ্গনিউজ:  ৭ জুলাই, শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি, সিলেট এর চিত্রশালায় দুই দিনব্যাপি কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন সিলেটের বিশিষ্ট রবীন্দ্রনাথ সংগীত শিল্পী ও গীতিবিতান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী অনিমেষ বিজয় চৌধুরী।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনাদ তবলা একাডেমির উপদেষ্টা শ্রী পংকজ কান্তি দত্ত ও সুনাদ তবলা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক গৌতম গোস্বামী বাপ্পী।


৮ জুলাই, শনিবার জেলা শিল্পকলা একাডেমি, সিলেট এর চিত্রশালায় দুই দিনব্যাপি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অতিথি কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন শ্রীমঙ্গল থেকে আগত প্রান্ত আচার্য্য।


দুই দিনব্যাপী তবলা কর্মশালার প্রশিক্ষক ছিলেন দেশবরেণ্য প্রথিতযশা তবলাবাদক শ্রী পল্লব সান্যাল।


কর্মশালায় বিভিন্ন তাল ও কায়দা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। তবলা প্রশিক্ষণে প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সবশেষ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন কর্মশালার প্রশিক্ষক ও অতিথিবৃন্দ।


সিলেট জেলা কালচালার অফিসার শ্রী অসিত দাশ গুপ্তের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দুইদিনব্যাপি আয়োজিত কর্মশালার সমাপ্তি ঘটে ।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৩২ ● ৯১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ