বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

Home Page » জাতীয় » বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা
শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩


বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন  ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বিভিন্ন স্থানে শোক দিবসের আলোচনা সভায় যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ।  ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বিভিন্ন স্থানে শোক দিবসের আলোচনা সভায় যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তিনি স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বিভিন্ন স্থানে শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

শোকের মাসের কর্মসূচির অংশ হিসেবে এসব আয়োজন করা হয়। এ. কে. আজাদের এই কর্মসূচি বাধাগ্রস্ত করতে মাচ্চরের বিভিন্ন স্থানে সকাল থেকেই ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের কর্মী পরিচয়ে একদল যুবক হুমকি-ধমকি দেয়। সেসব উপেক্ষা করে দলের স্থানীয় নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে পালন করেন কর্মসূচি।

বিকেলে ইউনিয়নের ধুলদি বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদদের স্মরণে আলোচনা সভা হয়। ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য বিপুল ঘোষ, এ. কে. আজাদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, মাচ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ মুন্সি প্রমুখ।

এর আগে সকালে ধুলদি রাজাপুর ২ নম্বর ওয়ার্ডের মান্নান ও নাছির শেখের বাড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর আলী মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠক হয়। এরপর চণ্ডীপুর ব্র্যাক নার্সারিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন কাজল। দুপুরে বাকচর শ্রীঅঙ্গন জগৎপ্রভুর আঙিনায় উঠান বৈঠকে সভাপতি ছিলেন মন্দির কমিটির সভাপতি নিমাই চন্দ্র সাহা। এসব বৈঠকে আরও বক্তব্য দেন কোতোয়ালি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, কোতোয়ালি স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুম মিয়া প্রমুখ।

বিপুল ঘোষ বলেন, দলের কিছু নেতা ফরিদপুরে শোকের মাসে জাতীয় কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে। নেতাকর্মীরা সেটা মেনে নেবেন না। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহদী হাসান মিন্টু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল উদ্দিন কানু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহিনুর রহমান সোহান, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০:৩৮:২৯ ● ২০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ