শেখ হাসিনা - ইমাম হোসেন শিকদার

Home Page » সাহিত্য » শেখ হাসিনা - ইমাম হোসেন শিকদার
মঙ্গলবার ● ২২ আগস্ট ২০২৩


 শেখ হাসিনা

হে রত্নগর্ভা মানসকন্যা,

নাম তোমার শেখ হাসিনা ।
আসুক যতো বুলেট বোমা
ভয় করোনা মৃত্যু পরোয়ানা, তোমার অপূর্ব এক ধরন
সত্যকে করেছো আপন,বীর পিতার বীর কন্যা ।

হে মানসকন্যা
তুমি ক্ষনজন্মা,
দেখেছি তোমার দেশ পরিচালনা ।
তুমি জন্মেছ মোদের এ দেশে,ধন্য মায়ের জন্য যে,
তুমি সৎ, তুমি উদার, মোদের জননী,
তুমি উন্নত করে চলেছ আমাদের এ ধরণী।

হে মানসকন্যা,
তুমি মোদের বাংলা মায়ের অনন্যা,
তুমি আঠারো কুটি বাঙালির মা,তুমি লাল-সবুজে ঘেরা
বাংলা মায়ের কন্যা।

হে মানসকন্যা,
তুমি নিজের অর্থে স্যাটেলাইট ছেড়ে মহাকাশ করেছ বিজয়
তুমি পদ্মা সেতু বানিয়ে মাননী কোন পরাজয়
সীমান্ত রেখা টেনে তুমি সমুদ্র করেছ জয়
তুমি রত্নগর্ভা,মানসকন্যা, তুমি মোদের শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১১:৪৫:৩৭ ● ১০০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ