
বঙ্গ-নিউজ: বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল। হাতে লেখা ভিসার বদলে এখন থেকে অনলাইনে ইলেক্ট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) দেবে দেশটি।
২৪ আগস্ট ইটিএ সংক্রান্ত সিস্টেমটি চালু করেছে নেপাল দূতাবাস। ২৮ আগস্ট, সোমবার নিজেদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ঢাকায় নেপাল দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপাল ভ্রমণে আবেদনকারীদের এখন আর হাতে লেখা ভিসা দেওয়া হবে না। রোববার থেকে অনলাইনে ইটিএ দেওয়া শুরু করেছে দূতাবাস।
ইটিএ দিলেও ভিসার আবেদনের অন্যান্য প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে দূতাবাস।