ফিরে গেলেন ইসির বার্তাবাহক, বিএনপি কার্যালয় তালাবদ্ধ

Home Page » প্রথমপাতা » ফিরে গেলেন ইসির বার্তাবাহক, বিএনপি কার্যালয় তালাবদ্ধ
বৃহস্পতিবার ● ২ নভেম্বর ২০২৩


পল্টন থানার সঙ্গে হোটেল ভিক্টোরিয়ায় বেশ কিছু সময় অবস্থান করেন ইসির বার্তাবাহক মহাসিন।

বঙ্গনিউজঃ    নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষা করেও চিঠি গ্রহণ করার মতো কাউকে খুঁজে পাননি নির্বাচন কমিশনের প্রতিনিধি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাসিন নামের ওই প্রতিনিধি চিঠি নিয়ে আসেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ দেখে অপেক্ষা করেন। কেউ চিঠি গ্রহণ করতে না আসায় পরে ফিরে যান ইসির বার্তাবাহক। তার আগে তিনি পল্টন থানার সঙ্গে হোটেল ভিক্টোরিয়ায় বেশ কিছু সময় অবস্থান করেন।

একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতাদের ফোন করেও চিঠি দিতে পারেননি ইসির বার্তাবাহক।

ইসি সূত্র বলছে, বৃহস্পতিবার সকালে কমিশনের এক কর্মকর্তার মাধ্যমে চিঠিটি পাঠানো হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দুপুর ১২টা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ইসির ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘাতের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-সহ অনেক নেতাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২১ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ