বেগমগঞ্জে ইউ.এন.ওর বিদায় বরন অনুষ্ঠিত

Home Page » সারাদেশ » বেগমগঞ্জে ইউ.এন.ওর বিদায় বরন অনুষ্ঠিত
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫


বেগমগঞ্জে ইউ.এন.ওর বিদায় বরন অনুষ্ঠিত
নোয়াখালী থেকে মোতাহার হোসেন : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের বিদায়ী কর্মকর্তা মোঃ আরিফুর রহমানকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা জানানো হয়। অকুতোভয়,নির্বীক সাহস নিয়ে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য মানুষের দোয়া ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি। আজ ৩০ নভেম্বর উপজেলা প্রশাসনিক একাডেমী চত্বরে বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন, নবাগত ইউ.এন.ও কায়েসুর রহমান, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান, বি.এন.পি নেতা জহিরুল ইসলাম হারুন, জামাত নেতা আবু যায়েদ, নাসিমুল গনি মহল, এসিল্যান্ড শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আব্দুল কাদের, উপজেলা ইন্জিনিয়ার জাকির হোসেন, ডাক্তার সাজ্জাদুর রহমান, ছাত্র শিবির নেতা মশিউর রহমান ফাহাদ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাহাব উদ্দিন।
অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানকে স্বর্ণের মেডেল পরিয়ে দেন বিশিষ্ট শিল্পপতি মোঃ সাহাব উদ্দিন। উল্লেখ্য বিদায়ী ইউ.এন.ও মোঃ আরিফুর রহমান ঢাকার কাকরাইলস্থ বি.এম.ই.টি তে বদলী হন।

বাংলাদেশ সময়: ১৬:২১:২৫ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ