ইসি জাতীয় নির্বাচনের ব্যালট ছাপাতে কাগজ সংগ্রহ করছে

Home Page » জাতীয় » ইসি জাতীয় নির্বাচনের ব্যালট ছাপাতে কাগজ সংগ্রহ করছে
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩


ইসি জাতীয় নির্বাচনের ব্যালট ছাপাতে কাগজ সংগ্রহ করছে

বঙ্গনিউজঃ 
 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপতে এশিয়ার বৃহত্তম কাগজ কল রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলি পেপার মিল (কেপিএম) থেকে কাগজ সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতোমধ্যে ইসির চাহিদার কাগজ সরবরাহ করা শুরু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে কেপিএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য কেপিএম থেকে ১ হাজার ৬০০ টন কাগজ সংগ্রহের সিদ্ধান্ত নেয় ইসি। ইসির এসব চাহিদার কাগজ সরবরাহ দিচ্ছে কেপিএম। অক্টোবর থেকে এ পর্যন্ত বেশ কয়েক ট্রাক কাগজ নির্বাচন কমিশনের প্রধান দপ্তরে পাঠানো হয়েছে। মঙ্গলবার আরও সাত ট্রাক কাগজ সরবরাহ করেছে কেপিএম। তফসিল ঘোষণার পরেই ইসি চাহিদার সম্পূর্ণ কাগজ সরবরাহ করা হবে বলে জানায় কেপিএম কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপাতে কেপিএম থেকে সাদা, লাল ও সবুজ রঙের মোট ১ হাজার ৬০০ টন কাগজ সরবরাহের চাহিদা দিয়েছে নির্বাচন কমিশন। এসব কাগজের দাম প্রায় ২০ কোটি টাকা। আমরা নির্বাচন কমিশনকে যথাসময়ে কাগজ সরবরাহ দিতে সর্বোচ্চ চেষ্টায় রয়েছি। এ ছাড়া কাগজ উৎপাদনের জন্য পর্যাপ্ত কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:২৬ ● ১৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ