কে সেরা ভোটের লড়াইয়ে , পাপন না মাশরাফি

Home Page » ক্রিকেট » কে সেরা ভোটের লড়াইয়ে , পাপন না মাশরাফি
বুধবার ● ১০ জানুয়ারী ২০২৪


কে সেরা ভোটের লড়াইয়ে , পাপন না মাশরাফি

বঙ্গনিউজঃ  পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগেই সংসদ সদস্য হয়ে গেছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।

নড়াইল-২ আসন থেকে এ নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য হলেন সাবেক সফল অধিনায়ক মাশরাফি। মাগুরা-১ আসন থেকে প্রথমবার অংশ নিয়ে এমপি হলেন সাকিব আল হাসান।

অতীতের মতো এবার কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন তারা। এই তিন তারকার মধ্যে ভোটের লড়াইয়ে কে সেরা একটেু দেখে নেয়া যাক-

কিশোরগঞ্জ-৬ আসনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পেয়েছেন ১৯৮১৫৫ ভোট।

নড়াইল-২ আসনে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পেয়েছেন ১৮৯১০২ ভোট।

মাগুরা-১ আসন থেকে প্রথমবার প্রার্থিতা করা জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন ১৮৫৩৮৮ ভোট।

মোট ভোটারের শতকরা হারে এগিয়ে মাশরাফি। সাকিব এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে।

কিশোরগঞ্জ-৬ সংসদীয় এলাকায় মোট ভোটার ৩৯৯২৪৪ জন। নাজমুল হাসান পাপনের ভোট পাওয়ার হার ৪৯.৭ শতাংশ।

নড়াইল-২ আসনে ৩৬৫৭৩৭ ভোটারের মধ্যে মাশরাফিকে ভোট দিয়েছেন ৫১.৭০ ভাগ ভোটার।

আর সাকিবকে নির্বাচিত করতে আসনের ৪৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন নৌকায়, যে আসনে মোট ভোটার ৪ লাখ ৪৯১ জন।

বাংলাদেশ সময়: ১৩:১৫:০৩ ● ১৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ