মূল্যবোধের ঘাটতির কারণে নারীরা নিরাপত্তা ও অধিকার থেকে বঞ্চিত

Home Page » জাতীয় » মূল্যবোধের ঘাটতির কারণে নারীরা নিরাপত্তা ও অধিকার থেকে বঞ্চিত
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫


মূল্যবোধের ঘাটতির কারণে নারীরা অধিকার যথাযথভাবে পাচ্ছে না

ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামানের সঞ্চালনায় এবং চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল ও এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ড. নাজমুন নাহার।

তিনি বলেন, ‘নারীরা আজ নির্বিঘ্নে রাতে চলাফেরা করতে পারে না, নিরাপত্তা সঙ্কটে তারা সমাজে তাদের ভুমিকা রাখার দক্ষতা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও একটি অন্তর্ভুক্তিমূলক সামাজিক কাঠামো না তৈরি হওয়ার কারণে তারা ভূমিকা রাখতে পারছে না। কর্মক্ষেত্রে এবং সমাজে তাদের ভূমিকা রাখার সুযোগ তৈরি করতে দিতে হবে। কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। নারীদের বিবাহ বিচ্ছেদ- প্রভৃতি ক্ষেত্রেও প্রয়োজনীয় পাওনা বা অধিকারটুকু যথাযথভাবে প্রদান করা হয় না। তাই নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারি এবং বেসরকারি ক্ষেত্রেও আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত বিশিষ্ট কূটনীতিক খন্দকার আব্দুস সাত্তার।

তিনি বলেন, ‘একজন নারী হিসেবে তার নিরাপত্তা সবার আগে। এক্ষেত্রে একজন গৃহপরিচারিকাকে তার সম্মান এবং মর্যাদাসহ বিবেচনা করতে হবে। নারীরা মায়ের জাত, সবাই এই বিষয়টি ধারণ করলে কেউই নারীদের সাথে অপ্রীতিকর আচরণ করতে পারে না। সুতরাং আমাদের সবাইকে নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

সভাপতির বক্তব্যে ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, ‘ইসলাম ধর্ম নারীর সর্বোচ্চ আসনে আসীন করেছে, মর্যাদার অধিকারী করেছে, কিন্তু আমরা সেটার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি। সুতরাং আমাদের উচিত নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকাররের ওপর যৌক্তিক চাপ প্রয়োগ করা এবং বেসরকারি সংস্থাগুলো সোচ্চার ভূমিকা পালন করা।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর গবেষণা ও প্রকাশনা ড. আফরোজা বুলবুল, ড. মুমতাহিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি), সবুজের অভিযান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম সহ অন্যরা।

এতে আরো উপস্থিত ছিলেন ছওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন, জেনারেল ম্যানেজার (এমএফপি) আবুল হাসান, ম্যানেজার ফান্ডরেইজিং শেখ মহিদ মোস্তফা, সিনিয়র অফিসার মো: বোরহান উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:০১:৫০ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ