হুথিদের ১০টি ড্রোন ধ্বংস যুক্তরাষ্ট্রের হামলায়

Home Page » বিশ্ব » হুথিদের ১০টি ড্রোন ধ্বংস যুক্তরাষ্ট্রের হামলায়
বৃহস্পতিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৪


ফাইল ছবি

 

বঙ্গনিউজঃ  হামলা চালিয়ে হুথিদের উৎক্ষেপণের জন্য প্রস্তুত ১০টি ড্রোন ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্র। ড্রোনগুলো লোহিত সাগরে ড্রোন ধ্বংসলক্ষ্যবস্তু করার জন্য প্রস্তুত করা হয়েছিল বলে দাবি করেছেন বাহরাইনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।

তিনি জানান, এফ-১৮ সুপার হরনেট পশ্চিম ইয়েমেনের ১০টি লঞ্চ সাইটে বোমা হামলা চালায়।

বন্দর নগরী হোদেইদাহ’র আল-জাব্বানা এলাকার কাছে এসব হামলা হয়েছে।

এর আগে ইরান-সমর্থিত গোষ্ঠীটি অ্যাডেন উপসাগরে মার্কিন বাণিজ্য জাহাজ ‘কেওআই’-তে হামলার দাবি করে। হুথি নিয়ন্ত্রিত সংবাদসংস্থা সাবা বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো ‘সরাসরি জাহাজে আঘাত করেছে’।

বাংলাদেশ সময়: ১০:০৮:০১ ● ৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ